জার্মানির ভিসার অপেক্ষায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী

0

বর্তমানে প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির ভিসার অপেক্ষায় রয়েছেন। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।

২০২৪ ও ২০২৫ সালের চলতি মাসে এসব শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেন বলে জানান তিনি।

বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানান জার্মানির রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ট্রোস্টারের দেওয়া তথ্যানুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুযারি-মার্চ) ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য আবেদন করেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত আবেদন জমা দিয়েছেন ৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। এ নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here