জার্মানির ডুইসেলডর্ফের এশিয়া অ্যাপারেল এক্সোপোতে বাংলাদেশের ২০ প্রতিষ্ঠান

0

জার্মানির ডুইসেলডর্ফে শুরু হয়েছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক ১১তম এশিয়া অ্যাপারেল এক্সপো-২০২৫। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ মেলায় জার্মানিসহ ইউরোপ ও এশিয়ার নানা দেশের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

জার্মানিতে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বড় বাজার। সেই বাজার ধরে রাখতে জার্মানির পশ্চিমের সমৃদ্ধ শহর ডুইসেলডর্ফের মেসে বা মেলা প্রাঙ্গণের ১৪ নম্বর হলে শুরু হয়েছে ১১তম এশিয়া অ্যাপারেল এক্সপো-২০২৫। 

মেলায় চীন, হংকং, পাকিস্তান, নেপাল, ভিয়েতনামসহ এশিয়ার অন্যান দেশের চাইতে বাংলাদেশের প্যাভিলিয়নের, এস্কয়ার রিসোর্সেস, এমবিএল এসোসিয়েট, মেট্রিক্স অ্যাপারেলস, টেক্সটিল ফ্যাশন, নীলিমা ফ্যাশন ওয়্যার, ওয়্যারপটেক্স বাংলাদেশ, মাকটেক্স, স্পারটেন ফ্যাশন্স, নদী লিমিটেডসহ অন্যান্য স্টলে প্রদর্শিত নীট, ওভেনসহ নানা তৈরি পোশাকের প্রতি জার্মানিসহ নানা দেশের ব্যবসায়ীরা দেখাচ্ছেন ব্যাপক আগ্রহ। ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনের এই মেলায় জার্মানিসহ অন্যান দেশের ক্রেতাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদার ও দেশীয় পণ্য তুলে ধরার লক্ষ্য দেশের গার্মেন্টস ব্যবসায়ীদের।

দেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, লর্ড ইন কর্পোরেট এর দেওয়ান তাজ আহাম্মেদ ও বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা ভবিষ্যতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দারুণ সম্ভাবনাময় হবে জানিয়েছেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী।

তবে তৈরি পোশাক শিল্পে ক্রমশ বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা দেশ চীন, ভারত, পাকিস্তান, কম্বোডিয়ার চাইতে এই শিল্পখাতের স্থিতিশীলতা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সাথে বৈদেশিক মুদ্রার সংকট নিরসন ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি দেশীয় পণ্যের আন্তর্জাতিক মূল্য ও মান ধরে রাখাটাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্ট সকলেই। মেলায় বাংলাদেশের প্রায় ২০টি তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান মেলাতে অংশগ্রহণ করে। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here