জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে ইউরোপে যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে জার্মানির অ্যাসেম শহরে ইউরোপের প্রতিষ্ঠাকালীন যুবদলের প্রথম সভা সদস্য সংগ্রহ কর্মসূচি ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খাইরুজ্জামান লিংকন।
সভাটি যৌথভাবে পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ এবং যুবনেতা প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী।
এতে বক্তব্য রাখেন জার্মানি যুবদল নেতা নুরুল ইসলাম পুন্য, হাসান ভূঁইয়া, সবুজ আহমেদ, তানভীর আহমেদ, এমরান হোসেন, বিএনপি নেতা আওলাদ হোসাইন সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন সাদাত মাহমুদ, কাজী মোহাম্মদ সালাহ, এস এম বোরহান উদ্দিন, নাজরে রুবেল, রাজু আহমেদ, আরমান হোসেন সহ জার্মানির বিভিন্ন রাজ্য থেকে আসা যুবদল নেতৃবৃন্দ।
এতে নেতৃবৃন্দরা বলেন, চলমান আন্দোলনকে গতিশীল করতে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের যুবদলকে সুসংগঠিত করে যোগ্য নেতাদের দিয়ে কমিটি গঠন করা হবে।
সবশেষে সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করা হয় এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়।