জার্মানির বার্লিনের স্পেশাল অলিম্পিকের ৮ম দিনেও বাংলাদেশ অর্জন করেছে বেশ কয়েকটি সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক।
গেমসের অন্যতম জনপ্রিয় ভলিবলের মিশ্র ইভেন্টের পাশাপাশি মেয়েদের হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও এথলেটিক্সে বাংলাদেশের প্রতিযোগীরা ইনডোর স্টেডিয়াম ভর্তি দর্শকদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে জিতে নেয় সর্বোচ্চ সাফল্য। বিশেষ করে মিশ্র ইভেন্ট ভলিবলের ফাইনাল ম্যাচে টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী সার্বিয়াকে ২-১ সেটে হারিয়ে স্বর্ণ জিতে নেয় দেশের ছেলেমেয়েরা।
সব মিলিয়ে অর্জনের দিক থেকে এই দিনটি শুধুই ছিল বাংলাদেশের। দলের প্রধান কর্মকর্তা ড. নুরুল আলম মনে করছেন, এই আসরে বাংলাদেশের অর্জন ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।