জার্মানিতে বাতিল হলো তিন বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান

0
জার্মানিতে বাতিল হলো তিন বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান

আরও কঠিন হলো জার্মানির অভিবাসন আইন। এবার দেশটির সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মতিতে বাতিল করা হলো বিদেশি কর্মীদের জন্য নাগরিকত্বের আইন ‘ফাস্ট ট্র্যাক’ তথা তিন বছরের মধ্যে দ্রুত নাগরিকত্ব নেওয়ার সুযোগ। এর ফলে দেশটিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের সুদক্ষ পেশাজীবীরা, বিশেষ করে চিকিৎসক, গবেষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলীসহ নানা পেশার কর্মরতরা আর তিন বছরে জার্মানির নাগরিক হতে পারবেন না। 

বুধবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ ও স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড দেশটির সংসদে আইনটি বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। জার্মানিতে আসার পর ট্যাক্স দেওয়া, জার্মান ভাষায় দক্ষতা অর্জন এবং জার্মান মূল্যবোধ ধারণের পরও এই আইন বাতিল হওয়া প্রবাসীরা ইতিবাচক ও নেতিবাচক দুইভাবেই দেখছেন।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন ও নাগরিকত্ব আইনের কড়াকড়ির অংশ হিসেবে আবেদনকারী কেউ যদি সন্ত্রাসী সংগঠনের সমর্থক হন, দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন কিংবা ইহুদিবিদ্বেষী এবং উগ্র ডানপন্থায় বিশ্বাস রাখেন, তাহলেও তার জার্মান নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।

জার্মানিতে দ্রুত নাগরিকত্ব পেয়ে বসবাসরত সর্বোচ্চ পর্যায়ের দক্ষ পেশাজীবী কিংবা হাই স্কিল্ড প্রফেশনালদের দেশটির প্রতি আরও ইতিবাচক এবং জার্মান আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল না হলে পরিস্থিতি আরও কঠিন হবে বলে মত দিয়েছেন জার্মানির কমিউনিটি নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here