জার্মানিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা।
এ উপলক্ষে রবিবার সকাল থেকেই রাজধানী বার্লিনের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার ডাস বুড্ডিস্টিজে হাউজসহ অন্যান্য বিহারে ছিল ভিক্ষুদের পিন্ডাচরণ, শীলগ্রহণ, ভিক্ষুসংঘের উদ্দেশে দান, সমাধি অনুশীলন, ধর্মদেশনা, বিশ্ব শান্তির জন্য সমবেত প্রাথনা ও সুত্তপাঠ ও বুদ্ধের নানা দিক নিয়ে আলোচনা।
বিশ্বে বিরাজমান সকল যুদ্ধ-সংঘাত, অশান্তি আর হিংসা-হানাহানি থেকে জগতের মঙ্গল কামনায় এবং বাংলাদেশসহ বিশ্ব শান্তি কামনায় বিকেলে করা হয় সমবেত প্রার্থনা ও প্রদীপ প্রজ্জলনসহ ভাবনা অনুশীলন।