জায়েদ খানের বিয়ে খাওয়ার জন্য এখনো আমেরিকায় যাইনি : নায়িকা নূতন

0

জায়েদ খানের বিয়ে খাওয়ার জন্য এখনো আমেরিকায় যাইনি : নায়িকা নূতন

যতদিন বিয়ের পিঁড়িতে না বসছেন, ততদিন পর্যন্ত নিজেকে যুবক ভাববেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। আর এভাবেই জীবনটা উপভোগ করতে চান তিনি। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে রিহার্সেলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

সেদিন বিয়ের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘মানসিকভাবে সংসার করার যে প্রস্তুতি, সেটি আমার এখনো হয়নি। সংসার করলে মন দিয়েই করতে চাই। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর ওপর। এ নিয়ে কোনো প্রস্তুতি নেই।’

বিয়ের বিষয়ে জায়েদ খানকে তার জুনিয়র, সমবসয়ী ও সিনিয়র সহকর্মীরাও প্রায়ই প্রশ্ন করে থাকেন।

গতকাল শুক্রবার ছাত্রলীলের সাবেক সেক্রেটারি আল নাহিয়ান খান জয় ও আওয়ামী লীগের আইন উপ-কমিটির সদস্য বায়োজিদের বিয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শুভ কামনা জানান জায়েদ খান।

এই পোস্টের কমেন্টবক্সেও তার বিয়ের প্রসঙ্গ টেনে আনেন একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন রত্না।

নূতন অনেকটা মজা করেই লিখেন, ‘আমি আপনার (জায়েদ খান) বিয়ে খাওয়ার জন্য এখনো আমেরিকায় যাইনি। আল্লাহ বাঁচিয়ে রাখলে বিয়ে খেয়ে তার পরে যাবো।’

কমেন্টের জবাবে জায়েদ খান লিখেছেন, ‘আপু যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসুন।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here