জায়েদ খানের ক্রাশ ছিলেন শাবনূর

0

যার কর্মকাণ্ড নিয়ে প্রায়ই নেটপাড়ায় চলে তুমুল ব্যঙ্গ-বিদ্রুপ। সোশ্যাল মিডিয়ায় তার সামান্য কথাও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যদিও এসব আলোচনা-সমালোচনা একদম গায়ে মাখেন না তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়ে আলোচনায় উঠে আসা চিত্রনায়ক জায়েদ খান এবার জানিয়েছেন, ‘একসময় তার ক্রাশ ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।’

জায়েদ বলেন, ‘তিনি শাবনূরের উপর এতই ক্রাশ খেয়েছিলেন তার ছবি বাসায় টাঙিয়ে রাখতেন। শাবনূরের সঙ্গে তিনটি সিনেমাও করেছেন এই অভিনেতা। শাবনূরকে তিনি অনেক পছন্দ করতেন। শাবনূরের সঙ্গে প্রথম শুটিংয়ে এতটাই ভয় পেয়েছিলেন যে ১৭ বার বাথরুমে যেতে হয়েছিল।’

জায়েদ আরও বলেন, ‘বসুন্ধরা ও যমুনাতে দু-চারটি ভাল সিনেমা হল রয়েছে। কিন্তু বাকি সব সিনেমা হলে বিশেষ করে মফস্বলের সিনেমা হলগুলোতে দেখা যায় টিনের চালের ছিদ্র দিয়ে পানি পড়ছে। বসার আসনে তেলাপোকা ভর্তি, মানুষ কিভাবে সিনেমা দেখবে। যতক্ষণ পর্যন্ত মধ্যবিত্তরা সিনেমা হলে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত সিনেমার চাহিদা থাকবে না। এই যে ঈদের সময় এত চাহিদা দেখছেন, শিক্ষিত ছেলেমেয়েরা এসেছে বলে। তখন সিনেমা হলে এত জোয়ার, বিদেশের মাটিতে ছবি ভালো চলছে। কিন্তু মফস্বলে ভালো সিনেমা হল নেই।’

সিনেমা হলের মালিকরা ২ শতাংশ সুদে ঋণ নিতে আগ্রহী না। তারা চায় সরকারি খরচে এই হলগুলো সংস্কার করা হোক। এমন অনেক সত্য কথা বলতে গিয়ে অনেকের শত্রুতার সম্মুখীন হয়েছেন বলেও তিনি জানান। জয়েদ বলেন, ‘মধ্যপ্রাচ্যে বহু প্রবাসী বাংলাদেশি রয়েছেন। প্রবাসীদের মধ্যে যারা সিনেমাপ্রেমী রয়েছেন তাদের নিয়ে প্রবাসের মাটিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা যায়। দুবাইতে এর আগেও চলচ্চিত্র শিল্পীদের নিয়ে অনেক প্রোগ্রামের আয়োজন হয়েছে। আগে শিল্পী সমিতি নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে আসতে পারিনি। এখন অনুষ্ঠানের আয়োজন করুন, যে কোনো উপলক্ষ্য নিয়ে। প্রবাসীদের মাঝে বাংলার সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি ভালো উদ্যোগ হতে পারে।’

বাংলাদেশিদের মাঝে প্রচার প্রচারণা বাড়ানোর অনুরোধ করে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের বাংলাদেশিদের মাঝে বাংলা সিনেমা ছড়িয়ে দেওয়া দরকার। বাংলাদেশ বিমানে এই মুহূর্তে এটা শুরু হয়েছে। এই প্রবাসে কমিউনিটি নেতৃবৃন্দ যারা রয়েছেন, সবাই মিলে যদি উদ্যোগ নেয়- ঈদের সিনেমাগুলো ফেস্টিভ্যালের মত করে দেখানো যায়। তাহলে অন্তত বাংলা সিনেমার প্রসার হবে।’ বাংলা সিনেমার বিকাশে চলচ্চিত্র শিল্পীদের সাথে নিয়ে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান এই অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here