জায়েদ খানকে নিয়ে যা বললেন মিষ্টি জান্নাত

0

দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনীত ছবি ‘ফুলজান’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফিরেছেন ঢালিউডের এ নায়িকা। তবে এর আগেই জায়েদ খানের সঙ্গে একটি লঞ্চের উদ্বোধনে গিয়ে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জায়েদ খান সম্পর্কেও ইতিবাচক এ নায়িকা।

একাধিক ভিডিওতে দেখা যায়, সদরঘাট লঞ্চ টার্মিনালে জায়েদ খানের সঙ্গে যাচ্ছেন মিষ্টি জান্নাত। প্রচণ্ড ভিড়। সেখানে এত বেশি ভিড় যে হাঁটা বেশ মুশকিলই হচ্ছিল তারকাদের। তবে ওই মুহূর্তে নায়িকা মিষ্টির হাত ধরেন নায়ক জায়েদ খান। এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত গণমাধ্যমে বলেন, বাংলাদেশে প্রথম লঞ্চে উঠলাম। বিদেশে উঠেছি। তবে দেশে এটিই আমার প্রথম। এটি সম্ভব হয়েছে জায়েদ খানের জন্য। সে আমার হাত ধরেছিল বলে আমার সাহস হয়েছে। না হলে সম্ভব হতো না।

নিজের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ২০১৯-এর পর আজ আমার আরো নতুন একটি সিনেমা ‘ফুলজান’ মুক্তি পাচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অন্যরকম অনুভূতি। অন্যরকম ভালো লাগা সব সময়ই কাজ করে আমার, যখনই কোনো সিনেমা রিলিজ হয় । আমার বেশ কিছু ভালো ভালো কাজ অপেক্ষা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here