বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
জামিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সিনিয়র আইনজীবী সগীর লিওনসহ শতাধিক আইনজীবী।