আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় এবার জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।
সোমবার বুশরা বিবিকে আগামী ২৩ মে পর্যন্ত জামিন দেন লাহোরের একটি আদালত।
বুশরা বিবির আইনজীবী ইন্তিজার হুসাইন পানজুথা বলেন, ‘আমরা লাহোর হাইকোর্টে (এলএইচসি) প্রতিরক্ষামূলক জামিন আবেদন করেছিলাম। দুই বিচারকের দ্বৈত বেঞ্চ আগামী ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছেন।’
আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিও অন্যতম আসামি। এই ট্রাস্টের অন্যতম সদস্য তিনি। ট্রাস্টটির আওতায় বিশ্ববিদ্যালয় নির্মাণে আবাসন প্রতিষ্ঠান থেকে অনৈতিকভাবে আর্থিক সহযোগিতার অভিযোগ রয়েছে।
সূত্র : রয়টার্স।