প্রায় ৩ মাস কারাগারে থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী। পর্যায়ক্রমে ১১টি মামলায় জামিন পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে নরসিংদী কারাগার থেকে মুক্ত হন তিনি।
জানা যায়, নরসিংদী সদর থানায় পুলিশের দায়ের করা নাশকতা ও বিস্ফোরক মামলায় গত ২৩ অক্টোবর ঢাকার উত্তরা থেকে জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।