জামালপুর সদর উপজেলা নির্বাচনে বিজন বিজয়ী

0

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

বুধবার (০৮ মে) রাতে সদর উপজেলা পরিষদের আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার। 

এছাড়াও ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান উড়োজাহাজ প্রতীক নিয়ে ৫৩ হাজার ৬৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবয়েল প্রতীকের সাইদুর রহমান পেয়েছেন ৪৬ হাজার ৯৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজনীন আক্তার কলস প্রতীক নিয়ে ৮৬ হাজার ৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসিনা মৌসুমী ফুটবল প্রতীক নিয়ে ৫৪ হাজার ৯৭৯ ভোট পেয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here