জামালপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কার্যকরী কমিটি

0

আমেরিকাস্থ ‘জামালপুর জেলা সমিতি’র নতুন কার্যকরী কমিটির (২০২৫-২৬) সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু বকর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান জাস্টিস।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্তোরাঁয় নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি আবু বকর সিদ্দিকী সংগঠনকে গতিশীল ও কার্যকর করার অঙ্গীকার করেন। সাধারণ সম্পাদক মশিউর রহমান জাস্টিস সংগঠনের মাধ্যমে জামালপুরের ঐতিহ্য তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কার্যকরী কমিটির অন্যান্যদের মধ্যে যারা পদ পেয়েছেন তারা হলেন সহ-সভাপতি আজিজুল হক, সাইদুর রহমান এবং সাইফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, সহকারী সাংগঠনিক সম্পাদক মো। নূরে আলম সিদ্দিকী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক সাইম ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. মোক্তার, সাংস্কৃতিক সম্পাদক মো. আনিছ মিয়া, ক্রীড়া সম্পাদক সাকির উল্লাহ, মহিলা সম্পাদক মোছা. কনিকা, আপ্যায়ন সম্পাদক কানিজ ফাতেমা, সমাজ কল্যান ও ত্রাণ সম্পাদক মো. মিলন কবির। 

সদস্যরা হলেন মো. হোসেন মোক্তার, শফিকুল ইসলাম সাবু,আব্দুর রশিদ, মো. আব্দুল বাছেদ, ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সিফাত উল্লাহ, রাকিবুল হাসান সবুজ, সিদ্দীক শেখ ও আব্দুল আল মামুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here