টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরামসহ জেলার সকল শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সাথে পানি বাড়ার কারণে ইসলামপুর উপজেলার চিনাডুলি, প্রাথর্শী, সাপধরী, মেলান্দহ উপজেলার মাহমুদপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় নিন্মাঞ্চলে পানি প্রবেশ করে বন্যা প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ।
জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শুক্রবার থেকে পানি বাড়ার সম্ভাবনা কম, তবে পানি স্থিতিশীল থাকবে।