টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে নদ নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। বুধবার বিকেল পর্যন্ত বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরামসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করছে। তবে পানি বাড়লেও এখন পর্যন্ত বিস্তীর্ণ লোকালয়ে বন্যার পানি প্রবেশ করেনি।