জামালপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

0

জামালপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসন ও সর্বস্তরের জনতা।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম।

এছাড়া, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিভাগ, সিভিল সার্জন ডা. ফজলুল করিমের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে জেলা পরিষদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে জামালপুর জেলা বিএনপি, জামালপুর জেলা প্রেসক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী সরকারি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here