জামালপুরে বৈশাখী ঝড়ের তাণ্ডব, একজনের প্রাণহানি

0

১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো জামালপুর জেলা। মঙ্গলবার (১৬ মে) রাত ৯টায় শুরু হওয়া এ ঝড়ে গাছ চাপায় মেলান্দহ উপজেলায় সুজন মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার আমবাড়িয়া বাজারে নিজের দোকানের ওপর গাছ ভেঙ্গে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত সুজন আমবাড়িয়া গ্রামের সোজা খানের ছেলে।

জানা যায়, রাত সোয়া ৯টার দিকে আকস্মিক বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড ঝড়। এতে ধসে গেছে অসংখ্য ঘরবাড়ি। উপড়ে গেছে গাছপালা। বিভিন্ন এলাকায় গাছের ডাল পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, কলা, আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, ইসলামপুর ও সদর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে রাস্তায় গাছ পরে বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here