জামালপুরে অসহায় দুস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ৩৫ বিজিবি।
সোমবার সকালে ৩৫ বিজিবি’র আয়োজনে অসহায় দুস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র হিসেবে এই কম্বল বিতরণ করা হয়। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিজিবিএম, বিএএম, এনডিসি, পিএসসির সার্বিক নির্দেশনায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। এ সময় তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।