জামালপুরে বাবার মৃত্যু শোক সইতে না পেরে এক ঘণ্টার মধ্যে ছেলের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে জামালপুর সদরের ঘোড়াধাপ ইউনিয়নের জোকা ব্যাপারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের জোকা ব্যাপারীপাড়া এলাকার আহাদ আলী ব্যাপারী (৬৫) ফজরের নামাজ আদায় করার পর হৃদরোগে আক্রান্ত হয়। এ সময় আহাদ আলী ব্যাপারীর ছেলে মন্টু ব্যাপারী (৩৫) বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে সিএনজি অটোরিকশার খোঁজে বের হন। পরে অটোরিকশা নিয়ে বাড়িতে এসে জানতে পারেন তার বাবার মৃত্যু হয়েছে। এ সময় বাবার মৃত্যু শোক সইতে না পেরে প্রায় এক ঘণ্টা সময়ের মধ্যে মন্টু ব্যাপারীও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।