জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। শুরুতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক মো: শফিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো: কামরুজ্জামান, পৌর মেয়র মো: ছানোয়ার হোসেন ছানু উপস্থিত ছিলেন।
এরপর জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এছাড়াও দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা ও সুরকার ফজলুর রহমান বাবু মিলনায়নে আলোচনা সভা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।