জামালপুর-৫ সদর আসনে নৌকা প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মী-সমর্থকদের আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকদের বিরুদ্ধে। এ হামলায় আহত হয়েছেন অন্তত ছয় জন।
বুধবার দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডুলা গ্রামে একটি নির্বাচনি প্রচার কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, নৌকা ও ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে মারমারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।