জামালপুরে অটোরিকশা চালকদের ধর্মঘট প্রত্যাহার

0
জামালপুরে অটোরিকশা চালকদের ধর্মঘট প্রত্যাহার

জামালপুরে ৫ দফা দাবি মেনে নেওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ১০ ঘণ্টা পর তাদের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে সভায় দাবিগুলো মেনে নেওয়ার পর তারা ধর্মঘট প্রত্যাহার করেন।

রবিবার সকাল ৬টা থেকে ইজিবাইক ও রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পূর্বঘোষিত ধর্মঘট শুরু হয়।  দুপুরে গেইটপাড়া এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের করে চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম, লাইসেন্স ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা শাহ ফতেহ উল্লাহ হামেদী, খাইরুল ইসলাম, রুকন মিয়া, মেহের উদ্দিন ও চান মিয়া উপস্থিত ছিলেন।

সভা শেষে মৌসুমী খানম জানান, শহরে যানজট নিরসন ও শ্রমিকদের স্বার্থরক্ষায় যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  পৌরসভার লাইসেন্স ছাড়া কোনো অটোরিকশা শহরে প্রবেশ করতে পারবে না।  নতুন কোনো লাইসেন্স দেওয়া হবে না।  লাল ও সবুজ রঙে চিহ্নিত গাড়িগুলো সপ্তাহজুড়ে চলবে।  অবৈধ যানবাহন চলাচলে ২০ হাজার টাকা জরিমানা হবে।  মহাসড়কে অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।  দাবি পূরণে সন্তুষ্ট চালকরা বিকেল ৪টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেন, ফলে শহরের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here