ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জামালদের মোকাবেলায় ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্যাঙারু রাজ্য।
চলতি মাসের ১৬ তারিখ অস্ট্রেলিয়ার মেলবোর্নের অ্যামি স্টেডিয়ামে অজিদের মুখোমুখী হবে বাংলাদেশ।
কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় খেলেছিল অস্ট্রেলিয়া। ফিফার হালনাগাদ র্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে আছে সকারুরা। অন্যদিকে ১৮৩ নম্বরে আছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার স্কোয়াড
গোলরক্ষক: জোয়ি গাউচি, অ্যাশলি মায়নার্ড-ব্রিওয়ার, ম্যাটি রায়ান (অধিনায়ক)। ডিফেন্ডার: আজিজ বেহিচ, জর্ডান বস, ক্যামেরন বার্গেস, আলেসান্দ্রো সিরকাটি, লুইস মিলার, কি রাউলেস, হ্যারি সাউটার, রায়ান স্ট্রেইন। মিডফিল্ডার: কিয়ানু বাক্কাস, জ্যাকসন আরভাইন, মাসিমো লুওনগো, কনর ম্যাটক্লিফ, আইডেন ও’নিল। ফরোয়ার্ড: ব্র্যান্ডন বোরেল্লো, মারটিন বোয়েল, মিচ ডাক, ক্রেইগ গুডউইন, জেমি ম্যাকলারেন, স্যাম সিলভেরা, কুসিনি ইয়েঙ্গি।
কোচ: গ্রাহাম আর্নল্ড