জামায়াতের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

সোমবার তরীকত ফেডারেশনের নেতা মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর পক্ষে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। সুপ্রিম কোর্টের এ আইনজীবী গণমাধ্যমকে বলেন, ‘আগামী ৩১ জুলাই আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।’ 

তারপর থেকে জামায়াত দলীয় পরিচয়-প্রতীক নিয়ে কোনো নির্বাচনে অংশ নিতে পারছে না। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। সেই আবেদন আপিল বিভাগে বিচারাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here