হবিগঞ্জের চুনারুঘাটে জামাইয়ের হাতে নুর আলম (৪৯) নামে এক শ্বশুর খুন হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক জামাই সেলিম মিয়াকে (৩০)। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি।
সোমবার ভোরে উপজেলার শানখালা ইউনিয়নের পাহাড়ি এলাকা ডেউয়াতলি থেকে অভিযান চালিয়ে ঘাতক সেলিমকে আটক করা হয়। আটক সেলিম একই উপজেলার উত্তর কালিনগর গ্রামের আবু মিয়ার ছেলে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, হত্যার পর থেকেই ঘাতক সেলিমকে ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযানের একপর্যায়ে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।