‘জাব উই মেট টু’ নিয়ে কী বললেন পরিচালক?

0

ভারতের জয়পুরে ‘আইফা অ্যাওয়ার্ডস’ ২০২৫-এ শাহিদ এবং কারিনা কাপুর খানের পুনর্মিলন দেখে আনন্দে আত্মহারা হয়েছে ভক্তরা। একে-অপরকে আলিঙ্গন থেকে শুরু করে, হাসিমুখে কথাও বলেছেন এক সময়ের বহুচর্চিতে এই তারকা জুটি। তবে ভক্তদের মনে এক মুহূর্তে জেগেছে প্রশ্ন। ‘জাব উই মেট’ পার্ট ২ তৈরি হতে চলেছে? আবারও কি দেখা যাবে তাদের জুটিতে? তা নিয়েও চলছে আলোচনা। অনেক ভক্ত শাহিদ এবং কারিনাকে নিয়ে ছবিটির সিক্যুয়েল তৈরির দাবিও তুলেছেন। এবার ছবির পরিচালক ইমতিয়াজ আলি নিজেই এর জবাব দিয়েছেন।

ইমতিয়াজ আলি সম্প্রতি শাহিদ কাপুর এবং কারিনা কাপুর খানের এক মঞ্চে পা রাখা প্রসঙ্গে বলেন, ‘আমিও অনেক দিন পর দুই তারকাকে একসঙ্গে দেখেছি। তাদের একসঙ্গে দেখে আমারও খুব ভালো লেগেছে। অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে।’

‘জাব উই মেট’-এর দ্বিতীয় পার্ট তৈরির কোনও পরিকল্পনা আছে কি না এ প্রসঙ্গে ইমতিয়াজের ভাষ্য, ‘ভক্তরা খুবই উত্তেজিত এবং আমাকে ‘জব উই মেট ২’ তৈরির দাবি জানাচ্ছেন। কিন্তু এই সিনেমার পার্ট ২ তৈরির কোনও পরিকল্পনা এখন আমার নেই।’

পরিচালকের কথায়, ‘আমি শাহিদ কাপুর এবং করিনা কাপুরকে নিয়ে কোনও ছবি বানাচ্ছি না। আর ‘জব উই মেট’ একটি অত্যন্ত ভালো প্রেমের সিনেমা। যা পার্ট ২ তৈরি করে নষ্ট করা উচিত নয়।’ 

প্রসঙ্গত, ‘জাব উই মেট’ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাটির পর, শাহিদ কাপুর এবং কারিনা কাপুর খানকে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতেও দেখা যায়। তবে তাদের দু’জনের একসঙ্গে একটি দৃশ্যেও দেখা যায়নি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র দুই তারকা দূরত্ব বজায় রেখেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here