জাবিতে ঘাস কাটা মেশিনের ব্লেড ভেঙে ঢুকল যুবকের মাথায়

0

আখতার রাফি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘাস কাটা মেশিনের ব্লেড ভেঙে ছিটকে এসে মাথায় ঢুকে গুরুতর আহত হয়েছেন সাব্বির হোসেন সুমন (২৬) নামের এক যুবক।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরেই তাকে প্রথমে এনাম মেডিক্যাল কলেজে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন সেখানকার চিকিৎসকরা।

আহত সুমন মিয়া সাতক্ষীরা জেলার বাসিন্দা। জাবি স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে দেওয়া স্টলে কাঁকড়া ফ্রাই বিক্রি করতেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট চলছে। শনিবার ছিল টুর্নামেন্টের শেষ দিন। এদিন বিকেলে যন্ত্র দিয়ে মাঠের ঘাস কাটছিলেন আবুল হোসেন নামের এক কর্মচারী। ঘাস কাটা অবস্থায় হঠাৎ যন্ত্রের একটি ব্লেড ভেঙে দূরে ছিটকে গিয়ে সাব্বিরের মাথায় ঢুকে যায়। তাকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠান সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা।

ঘাস কাটা কর্মচারী আবুল হোসেন বলেন, ঘাস কাটার সময় মেশিনে ইট লেগে এত বড় দুর্ঘটনা হবে এটা ভাবতে পারছি না।

শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নাসরিন বেগম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত আহত ব্যক্তিকে এনাম মেডিক্যাল কলেজে নিয়ে যাই, পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত রাতেই সুমনের মাথায় অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। কিন্তু তিনি আশঙ্কামুক্ত নন। তাকে ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here