“জাবি আলোনসো চাকরি হারানোর কাছাকাছি—এ বিষয়ে আপনার কী মত?”—উপস্থিত সাংবাদিকের এমন প্রশ্ন বোধ হয় ভালো ঠেকেনি হান্সি ফ্লিকের কাছে। না হওয়াটাই স্বাভাবিক। একে তো চিরপ্রতিদ্বন্দ্বী দল, তার ওপর দল-মালিকদের সাম্প্রতিক রেষারেষি চরমে। তাই তড়িৎভাবে প্রসঙ্গ ঘুরিয়ে নিলেন কাতালানদের কোচ। সাফ জানিয়ে দিলেন—নিজেদের দিকেই ফোকাস দিতে পছন্দ তার।
লা লিগার ২০২৫-২৬ মৌসুমে পিছিয়ে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শুরুর পর মৃদু ধাক্কা খেলেও লিগে গত এক মাসে কোনো ম্যাচে হারেনি ফ্লিকের দল। সবশেষ তিন ম্যাচে আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে তারা।
বিপরীত অবস্থা রিয়াল মাদ্রিদের। লিগে শেষ ম্যাচে সেলতা ভিগোর বিপক্ষে হেরেছে লস ব্লাঙ্কোসরা। চার পয়েন্ট পিছিয়ে পড়েছে শীর্ষে থাকা বার্সা থেকে। ১৬ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্র কাতালানদের। সমান ম্যাচে ১১ জয় ও ৩ ড্র রিয়ালের।
দলের এমন খারাপ অবস্থায় গুঞ্জন উঠেছে—ছাঁটাই হতে পারেন জাবি আলোনসো। স্প্যানিশ কোচকে নিয়ে প্রশ্ন ওঠে ফ্লিকের সংবাদ সম্মেলনেও। যদিও বিষয়টি দূরপাল্লার শটের মতো প্রতিপক্ষের কোর্টে পাঠিয়ে দিয়েছেন ফ্লিক।
তিনি বলেন, “আমাদের নিজেদের প্রতি মনোযোগ দেওয়া উচিত, রিয়াল মাদ্রিদের দিকে নয়। শতভাগ বার্সার প্রতি মনোযোগ স্থাপন করা উচিত।”
ফ্লিক মনে করেন, তার শিষ্যরা সঠিক পথেই আছে। তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। এ সময় তিনি মার্কাস রাশফোর্ডের শুরুর একাদশে না থাকা নিয়েও কথা বলেন— “যখন আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলি, আমি তাদের বুঝিয়ে দিই কেন তারা খেলেনি।”
তিনি আরও বলেন, “যখন আমি রাশফোর্ডকে বোঝানোর চেষ্টা করি কেন সে শুরুর একাদশে ছিল না, সে আমাকে বলে, ‘আমাকে ব্যাখ্যা করার দরকার নেই। গুরুত্বপূর্ণ হলো দল যেন জেতে এবং আমরা তিন পয়েন্ট পাই। এর বাইরে কিছুই গুরুত্বপূর্ণ নয়।’’
বার্সা কোচের মতে, “এটাই সঠিক মানসিকতা। তাকে আমাদের সঙ্গে পেয়ে আমি খুশি।”

