জাবিএর নতুন সভাপতি শামীম আরা, সম্পাদক পাপড়ী

0

জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার ২০২৪-২০২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শামীম আরা বেগম (ইংলিশ বিভাগ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তামান্না শবনম পাপড়ী (পদার্থ বিজ্ঞান বিভাগ)।

নিউইয়র্কের একটি রেস্টুরেন্টের পার্টি হলে ৩ ডিসেম্বর একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বোসম্মতিক্রমে গঠিত নতুন এই কার্যকরী কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মেঘনা পাল, মোহাম্মদ রহমান পলিন, মোহাম্মদ নাসিরুল্লাহ, দুররে মাকনুন নবনী এবং লিটু আনাম। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশিষ ঘোষ ও প্রশান্ত মল্লিক অয়ন। প্ল্যানিং এ্যান্ড ইভেন্ট কো-অর্ডিনেটর নির্বাচিত হন হারুন ইবনে রশিদ পাপ্পু এবং শিব্বির আহমেদ উৎপল। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সুব্রত পাল এবং রাবেয়া ভূইয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক কোষাধ্যক্ষ জোবায়ের হোসনি ফাহাদ এবং অ্যাসোসিয়েট কোষাধ্যক্ষ কানিজ ফাতিমা রুমানা এবং সাংস্কৃতিক সম্পাদক তানজিল মাহমুদ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক জাকিয়া মাহবুব নাবিলা নির্বাচিত হন। এছাড়া ক্রীড়া সম্পাদক শাহরিয়ার কবির, সহযোগী ক্রীড়া সম্পাদক ইব্রাহীম রাকিব বাবু, মিডিয়া ও আর্কাইভ সম্পাদক রনি ভৌমিক এবং ডিজিটাল ক্রিয়েশন এ্যান্ড পাবলিকেশন সম্পাদক সৈয়দ মোহাম্মদ তায়েব নির্বাচিত হন।

উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন একরামুল করিম, মোহাম্মদ মনিরুজ্জামান, আশুতোষ সাহা, আকতার আহমেদ রাশা, খালেদ মনির জোসেফ, মিল্টন জকি, হুমায়ুন কবির, সুজিত পল, হাবিব রহমান এবং শামীম আল সাইদুজ্জামান।

উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী এবং সংগঠক জামান মনির বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিরোধী দলীয় নেতা নারী ও সংসদীয় উপনেতা নারী। যা বিশ্বে বিরল উদাহরণ সৃষ্টি করেছে। বাংলাদেশে নারী সচিব, বিচারক, মেজর জেনারেল, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও জাতিসংঘের অধীনে বাংলাদেশের নারীরা শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। নারী নেতৃত্ব তৈরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বদা সর্বাগ্রে। তাতে নতুন সংযোজন প্রবাসে জাবিয়ানদের সবচেয়ে বড় সংগঠন-জেএএএ। অভিনন্দন শামীম আরা এবং পাপড়ী।

বিশিষ্ট ভাস্কর শিল্পী এবং জাবি অ্যালামনাই উপদেষ্টা আকতার আহমেদ রাশা বলেন- নারী নেতৃত্ব সৃষ্টি করা অত্যন্ত কঠিন। পরিবার থেকেই নারীর নেতৃত্ব তৈরি ও নারীর ক্ষমতায়ন করতে হবে। কারণ পরিবারই প্রথম প্রতিষ্ঠান, যা তাদের কন্যা ও বোনদের মাঝে নেতৃত্ব সৃষ্টি ও ক্ষমতায়ন করতে পারে। জাহাঙ্গীরনগর হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিবার। সেই পরিবারে নারী নেতৃত্ব আমরা তৈরি করতে পেরেছি।

আগামী ৬ জানুয়ারি একটি অনুষ্ঠানের মাধ্যমে নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও শপথ পাঠ করানো হবে। বর্তমান কমিটির সভাপতি শমিত মণ্ডল সকল জাবিয়ান অ্যালামনাইকে আগামী ৬ জানুয়ারি পৌষ উৎসব এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here