জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা নির্বাচন ভবনের পাশের এলাকায় অবস্থান নেন। এ সময় নির্বাচন ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে বিক্ষোভকারীরা সেখানেই অবস্থান নেন।
এ সময় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, যাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। যারা এই জাতীয় পার্টিসহ ১৪ দল, এনডিএফ ফ্যাসিবাদের সহযোগী যেসব ব্যক্তি স্বতন্ত্রভাবে নির্বাচন করছে এবং যাদের নির্বাচন করার সুযোগ করে দেওয়া হচ্ছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সুস্পষ্ট কথা, জাতীয় পার্টির মতো কোনো বাকশালীদের নির্বাচন করার কোনো সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা বাকশালীদের পুনর্বাসন করার চেষ্টা করছেন, আপনারা সাবধান হোন, হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনাদের একই পরিণতি হতে সময় লাগবে না। আপনারা যদি খুনি হাসিনার পথ অনুসরণ করতে চান, ছাত্রজনতা আপনাদের ঠিক একইভাবে খুনি হাসিনার পথে পাঠিয়ে দিতে সক্ষম আছে।
জুলাই ঐক্যের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

