জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের সমন্বয়ে যৌথ সভা ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ অক্টোবর সকাল ১১টায় বনানীস্থ চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হবে।
সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও মাননীয় সংসদ সদস্যবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি অনুরোধ জানিয়েছেন।