জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের অধীনে পরিচালিত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ৩০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার ঢাকার মিরপুর, শেওড়াপাড়াস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আহমাদুল্লাহ রাজিয়া খাতুন বৃত্তি তহবিল থেকে এ বৃত্তি প্রদান করা হয়।
ফাউন্ডেশনের অধীনে পরিচালিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফিজিওথেরাপি কলেজ, দি-ম্যাটস, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, নর্থ ওয়েস্টার্ন নার্সিং ইন্সটিটিউট এবং এভারগ্রিন নার্সিং ইন্সটিটিউটের মোট ৩০ জন শিক্ষার্থীকে ২০৩-২৪ শিক্ষাবর্ষের জন্য নগদ ১৮ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।