জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

0

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামা অঞ্চলের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে টিভির খবরে বলা হয়েছে, হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, তারা তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখছে।

এনএইচকে টিভি সতর্ক করে দিয়ে বলেছে, পানির স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে এবং জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরের উপকূলে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here