জাপানে সামরিক প্রশিক্ষণের সময় সহকর্মীর ওপর গুলি চালিয়েছেন এক সৈনিক। এতে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বুধবার জাপানের মধ্যাঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ রেঞ্জে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সেনাকে আটক করা হয়েছে।
গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (জিএসডিএফ) এক বিবৃতিতে বলেছে, “নতুন সেনা সদস্যদের প্রশিক্ষণের অংশ হিসেবে সরাসরি গুলিবর্ষণের মহড়ার সময় সেলফ ডিফেন্স ফোর্সের একজন প্রার্থী তিনজন সেনাকে লক্ষ্য করে গুলি চালায়।”
এই ঘটনায় একজন নিহত এবং দু’জন আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানানো হলেও জিএসডিএফ পরে জানায়, “যে তিনজনকে গুলি করা হয়েছিল তাদের মধ্যে অন্য আরও একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।”
জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো এর আগে বলেন, স্থানীয় সময় সকাল ৯টায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত বিবরণ না দিয়ে কেবল একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে সেসময় জানান তিনি। সূত্র: বিবিসি, সিএনএন, আল জাজিরা