জাপানে ভূমিকম্পের সময়ে ২৮ তলায় ছিলেন রাজামৌলি

0

জাপানে গিয়ে ভূমিকম্পের কবলে পড়েছিলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলি। কয়েক দিন আগে তার নির্মিত ‘ট্রিপল আর’ সিনেমার বিশেষ প্রদর্শনী উপলক্ষে দেশটিতে গিয়ে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হন।

ভূমিকম্পের বিষয়ে জাপানিরা মানসিকভাবে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকলেও রাজামৌলির কাছে বিষয়টি নতুন। আর এই পুরো বিষয়টির ওপরে আলোকপাত করেছেন পরিচালকের ছেলে এসএস কার্তিকেয়। এক্স-এ একটি ছবি পোস্ট করেন কার্তিকেয়। সেখানে দেখা যাচ্ছে, তার হাতের স্মার্ট ঘড়ির ডায়ালে ভূমিকম্পের সতর্কবাণী ফুটে উঠেছে।

কার্তিকেয়র বক্তব্য নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তরা তাদের জন্য সমাজমাধ্যমে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। আবার রাজামৌলি সুরক্ষিত আছেন জেনেও কেউ কেউ ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এদিকে জাপানে গিয়ে নিজের আসন্ন সিনেমার ঘোষণা দিয়েছেন রাজামৌলি। যেখানে মুখ্যচরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। শোনা যাচ্ছে, কোন অরণ্য অভিযানকে কেন্দ্র করে সেই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। তবে বড় বাজেটের এই ছবির ক্ষেত্রে এক টাকাও পারিশ্রমিক নিতে রাজি নন রাজামৌলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here