জাপানের টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি হামলায় আটজন আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে হোসেই বিশ্ববিদ্যালয়ের তামা ক্যাম্পাসে এই হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে ২২ বছর বয়সী এক ছাত্রকে করেছে পুলিশ।
জাপানি সংবাদমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচ এবং দেশটির অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী একজন সমাজবিজ্ঞানের ছাত্রী। ক্লাস চলাকালীন হাতুড়ি হামলা চালান তিনি।
বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মাথা থেকে রক্তপাত হতে দেখা গেছে। ছাত্রীটি বলেছেন যে তাকে উপেক্ষা করা হয়েছিলো বলে তিনি হতাশায় ভুগছিলেন।
বিরল এ ঘটনা সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বিস্তারিত কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।
এনএইচকে জানিয়েছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাপানে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন রয়েছে। দেশটিতে মাঝে মাঝে ছুরিকাঘাত এবং কখনও কখনও গুলি চালানোর ঘটনাও ঘটেছে, যার মধ্যে ২০২২ সালের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাও রয়েছে। এ ছাড়া গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিম জাপানের এক রেস্তোরাঁয় এক হাই স্কুলের ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং অন্য একজন আহত হয়।
পরে এই হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়। ২০১৯ সালে জাপানের কাওয়াসাকি শহরে বাসের জন্য অপেক্ষারত শিশুদের লক্ষ্য করে এক হামলাকারীর তাণ্ডবে এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
৫১ বছর বয়সী ওই হামলাকারী একদল শিশুদের ওপর গুলি চালিয়ে নিজের ঘাড়ে ছুরিকাঘাত করেছিল। সূত্র: এনডিটিভি