জাপানে ফের ভূমিকম্প : একজনের মৃত্যু, আহত ২৩

0

জাপানে শক্তিশালী ভূমিকম্পে একজনের মৃত্যুর একদিন পর মৃদু কম্পনে আবার ও কেঁপে ওঠে জাপান। শনিবারের আঘাতে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে। কর্মকর্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি নির্ণয় করছেন। ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার বিকেলের মাঝামাঝি সময়ে মধ্য ইশিকাওয়া অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

সংস্থাটি বলেছে, ভারী বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের  পর প্রায় ৫৫টি মৃদু কম্পনের কয়েকটি ছিল বেশ শক্তিশালী। সংস্থাটি শনিবার আরো জানায়, এই ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছে। এর আগে, শুক্রবারের ভূমিকম্পে ইশিকাওয়া প্রিফেকচারের সুজু শহরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। -বাসস। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here