জাপানের নৌঘাঁটিতে কাজ করা এক মার্কিন নৌসেনার বিরুদ্ধে বিদেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ শ্রেণিবদ্ধ তথ্য অন্য রাষ্ট্রের কাছে পাচারের অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত ব্রাইসে পেডিসিনি ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত সাত বার বিদেশি এজেন্টের কাছে তথ্য হস্তান্তর করেছেন।
তাকে এই অপরাধে সামরিক আদালতে তোলা হয়েছে।
সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তা জাপানের ঘাঁটিতে গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংস করা ইউনিটের প্রধান হিসেবে ছিলেন। তাকে ২০২৩ সাল থেকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সূত্র: বিবিসি