জাপানে আবারও ভূমিকম্প অনুভূত

0

জাপানে গত সপ্তাহে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ২০২ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের এক সপ্তাহ পরও নিখোঁজ শতাধিক লোককে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃৃপক্ষ।

এদিকে মঙ্গলবার আবারও দেশটির মধ্যাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানাচ্ছে জাপানি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো। তবে এরার ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। 

এর আগে গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে সেখানেও এ কম্পন অনুভূত হয়েছে। সেখানে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে ভূমিধস ও ভবন ভেঙে পড়ার সতর্কতা জারি রয়েছে।

নিহতের বেশিরভাগ ঘটনা ঘটেছে ওয়াজিমা ও সুজুতে। শহর দুটি ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবন ধসের পাশাপাশি বড় ধরনের আগুনের ঘটনাও ঘটে।  

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here