জাপানের ভূমিকম্প থেকে বেঁচে ফিরে যা বললেন জুনিয়র এনটিআর

0

ইংরেজি নতুন বছরের শুরুতেই বিপর্যয়ে পড়ে সূর্যোদয়ের দেশ জাপান। বছরের প্রথম দিন দেশটির উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে সুনামি। স্থানীয় সময় বিকেল ৪ টা ৬ মিনিট থেকে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার মধ্যে অন্তত ২০ বার ভূমিকম্প হয়েছে জাপানে।

প্রতি ক্ষেত্রে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ বা তার বেশি। এ সময় জাপানেই ছিলেন ভারতের দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর। 

২০২২ সালে ‘আরআরআর’ সিনেমার প্রচারের জন্য জাপানে গিয়েছিলেন তিনি। সেখানে জুনিয়র এনটিআর-এর অনুরাগীর সংখ্যাও কম নয়।

উল্লেখ্য, সোমবার জাপানের পশ্চিম উপকূলে তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here