জাপানের প্রধানমন্ত্রীর ওপর ছোড়া হল ‌‌‘ধোঁয়া বোমা’

0

এক জনসমাবেশে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে স্মোক বা ধোঁয়া বোমা ছোড়া হয়েছে। তবে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় ওয়াকাইয়ামার ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে জাপান পুলিশ। সেখানে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল কিশিদার।

আর ছবিতে দেখা গেছে, পুলিশ এক ব্যক্তিতে তুলে নিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই সন্দেহভাজন। 

পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ওই ধোঁয়া বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে লোকজন ছুটে পালায়।

গত বছরই একটি নির্বাচনী প্রচার সভায় গিয়ে বন্দুক হামলায় নিহত হয়েছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here