জাপানকে কাঁদিয়ে বিশ্বকাপের সেমিতে সুইডেন

0

এশিয়ার দেশ জাপানকে নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে সুইডেন। এ নিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠলো সুইডিশ নারী ফুটবল দল।

শুক্রবার নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে সাবেক চ্যাম্পিয়ন জাপানকে ২-১ গোলে হারিয়ে দেয় সুইডেন।  বিশ্বকাপের ৯ আসরের মধ্যে এ নিয়ে চতুর্থবার শেষ চারে খেলবে সুইডিশ দলটি।

প্রথম আধঘণ্টায় আক্রমণ পাল্টা-আক্রমণে একে অপরের রক্ষণ ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়। ম্যাচের ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে সুইডিশদের এগিয়ে নেন আমান্ডা ইলেস্টেট। 

বিরতির পরও অব্যাহত থাকে আক্রমণের ধারা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে ফিলিপ্পে অ্যাঞ্জেলডালের গোলে ২-০ গোলে এগিয়ে যায় সুইডেন। ৭২ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ ছিল জাপানের। কিন্তু পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেননি জাপানের রিকো উয়েকি।

১১ মিনিট পর অবশ্য একটি গোল শোধ করে জাপান। বক্সের মাঝ থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান হোনোকা হায়াশি। শেষ পর্যন্ত সমতা আনতে পারেনি ২০১১ সালের নারী বিশ্বকাপজয়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here