ক্যারিবীয় পেসার শামার জোসেফের সময়টা স্বপ্নের মতো কাটছে। মাত্র কিছুদিন আগেই জাতীয় দলে অভিষেক তার। প্রথম সিরিজেই অস্ট্রেলিয়ার মতো প্রবল প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জয়ের স্বাদ দিয়েছেন ক্যারিবীয়দের।
এবার অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও ইংল্যান্ডের অলি পোপকে ছাপিয়ে আইসিসির জানুয়ারির মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শামার জোসেফ।
ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে নিজেকে আরও ছাড়িয়ে যান জোসেফ। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে একাই ৭ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে এনে দেন ঐতিহাসিক এক জয়। তার দুর্দান্ত বোলিংয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের মুখ দেখেছে ক্যারিবিয়ানরা।
দুই টেস্ট মিলিয়ে ১৩ উইকেট শিকার করায় চারিদিকে কেবলই জোসেফ বন্দনা। টেস্ট ক্রিকেটের যেখানে গেল গেল রব উঠেছে, সেখানে তিনিই হতে পারেন খেলাটির ত্রাণকর্তা। এমনটাই মনে করেন অজি কিংবদন্তি স্টিভ ওয়াহ।