জানা গেল পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তের কারণ, নিহত ৫

0

জানা গেল পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তের কারণ। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে রিফুয়েলিং করার সময় সেটি দুর্ঘটনার শিকার হয়। এতে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছে।

টানা এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলের তীব্র আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

প্রেসিডেন্ট জো বাইডেন নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, “সেনা সদস্যরা ‘আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে বাজি রাখছেন’। আমরা আমাদের নিহত সকল যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি।”

তবে সামরিক বিমানটি কোথা থেকে উড্ডয়ন করেছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা মার্কিন সামরিক বিবৃতিতে উল্লেখ করা হয়নি। সূত্র: আল জাজিরা, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here