দক্ষিণী ছবির হিট জুটি বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা। তাদের নিয়ে অনেক আগে থেকেই দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। যদিও পরবর্তীতে দুজনই এই গুঞ্জন অস্বীকার করেন।
এরপরও প্রভাস-আনুশকার প্রেম-বিয়ের গুঞ্জন প্রায়ই শোন যায়। বিশেষ করে ‘বাহুবলি-টু’ মুক্তির পর প্রভাস ও আনুশকার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারি।’ কিন্তু এবার জানা গেলো, সম্পর্কে ছিলেন আনুশকা-প্রভাস। তবে তা এখন ভেঙে গেছে।
এ বিষয়ে কয়েকটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘সিনিয়র ওই নায়কের সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন চাউর হওয়ার পর প্রভাসে মা আনুশকাকে পুত্রবধূ হিসেবে ঘরে তুলতে আপত্তি জানান। আর এসব বিষয় এখন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুল চর্চিত বিষয়ে পরিণত হয়েছে।’ ‘বিল্লা’ (২০০৯) সিনেমায় প্রথম পর্দায় জুটি বাঁধেন প্রভাস ও আনুশকা। ‘মির্চি’ (২০১৩) সিনেমাতেও তাদের রসায়ন দেখেছেন দর্শক।