জাদুঘর থেকে ছয় শতাধিক নিদর্শন চুরি, চারজনের খোঁজে যুক্তরাজ্য পুলিশ

0
জাদুঘর থেকে ছয় শতাধিক নিদর্শন চুরি, চারজনের খোঁজে যুক্তরাজ্য পুলিশ

যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের একটি জাদুঘর থেকে ছয় শতাধিক ঐতিহাসিক জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, জাদুঘরের ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ সংগ্রহ থেকে সেপ্টেম্বরের শেষের দিকে এই চুরি হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার পুলিশ জানায়, চুরি হওয়া জিনিসপত্রগুলোর ‘উল্লেখযোগ্য সাংস্কৃতিক মূল্য’ রয়েছে। এ ঘটনার পর সিসিটিভির ফুটেজে জাদুঘরের সামনে চারজনকে দেখা গেছে। যারা রাতে ব্যাগ হাতে ঘোরাফেরা করছিল।

ব্রিস্টলের কাম্বারল্যান্ড রোডের ওই জাদুঘরের স্টোরেজ থেকে নিদর্শনগুলো ২৫ সেপ্টেম্বর রাত ১টা থেকে ২টার মধ্যে চুরি করা হয়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সামরিক ইতিহাসবিষয়ক পদক, ব্যাজ ও পিন, নেকলেস, চুড়ি, আংটিসহ ভূতাত্ত্বিক বিভিন্ন সংগ্রহ।

ব্রিস্টল সিটি কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্পবিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেন, ‘এই নিদর্শনগুলো ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ সংগ্রহের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো ব্রিটেন ও ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের মধ্যে ১৮ শতকের শেষ দিক থেকে ২০ শতকের শেষ পর্যন্ত সম্পর্কের দলিল।

তিনি আরও বলেন, ওই নিদর্শনগুলো বহু দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। এগুলো ব্রিটিশ সাম্রাজ্যের মানুষের জীবন ও ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য দেয়। ঘটনার পর স্টোরেজ সুবিধার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা গোয়েন্দা কনস্টেবল ড্যান বারগান বলেন, ‘এই চুরির মাধ্যমে শহরের জন্য বড় ক্ষতি হয়ে গেছে। আশা করছি, জনসাধারণের সহায়তায় দায়ীদের বিচারের আওতায় আনতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here