দীর্ঘ ৯ বছর পর জাতীয় হকি দলের কোচ হলেন আ ন ম মামুন উর রশিদ। সোমবার (৩ ফেব্রুয়ারি) হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে। এদিকে সহকারী কোচ করা হয়েছে মশিউর রহমান বিপ্লবকে।
আগামী এপ্রিলে জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়ান হকি ফেডারেশন কাপ। সেই টুর্নামেন্টের আগে নতুন হেড কোচের নাম প্রকাশ করল হকি ফেডারেশন।
জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় ছিলেন আ ন ম মামুন উর রশিদ। এছাড়াও কোচ হিসেবে ২০২৩ সালে অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি ফেডারেশন কাপ ও অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে প্রধান কোচও ছিলেন তিনি। এছাড়াও, ২০১৫ সালে জাতীয় দলের সিনিয়র কোচ হিসেবেও কাজ করেছেন।
এ প্রসঙ্গে মামুন বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশন কাপে দায়িত্ব দিয়েছে ফেডারেশন। ফিরতে পেরে অনেক ভালো লাগছে। জাতীয় দল নিয়ে কাজ করার আনন্দই আলাদা। চেষ্টা করব আগের মতোই এই টুর্নামেন্টে যেন চ্যাম্পিয়ন হতে পারি।’