জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা যুবদলের শ্রদ্ধা নিবেদন

0

রাউফুর রহমান পরাগ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) সকালে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারন সম্পাদক মো: আইয়ুব খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আইয়ুব খান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায় করতে হবে। তিনি আরো বলেন, আমাদের এখন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে। 

এসময় ঢাকা জেলা যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here