জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক অধ্যাপক এবি এম মোশাররফ হুসাইন।
বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহাররঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক।